আমাদের দেশে অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন যারা কখনো মাদরাসা বা কোন দ্বীনী প্রতিষ্ঠানে গিয়ে কুরআন, হাদিস, ইসলামী জ্ঞান শেখতে পারেননি। তারা দৈনন্দিন জীবনে ইসলাম পালন করেন যেমনটি তারা পারিবারিকভাবে শিখেছেন। কিন্তু এতে তাদের মনের ক্ষুধা মেটছে না। তারা চান- এমন একটি প্রতিষ্ঠান থাকুক যেখানে সকল শ্রেণী পেশার নারী পুরুষ কুরআন, আরবি ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন।অনেক অভিভাবক চান, তাদের সন্তানরা এমন একটি প্রতিষ্ঠানে পড়া-লেখা করুক যেখান থেকে তারা পরিশুদ্ধ আকিদা, কুরআন, আরবি ভাষায় দক্ষতা, ইসলামী জ্ঞানে সমৃদ্ধ এবং নবী (সা.) এর চরিত্রকে আদর্শ হিসেবে ধারণ করে নিজ, পরিবার ও সমাজকে আলোকিত করতে সক্ষম হবে। আলহামদুলিল্লাহ। বন্দর নগরী চট্টগ্রামে Academy of Quran and Arabic Studies (AQAS) সাধারণ মুসলিম নর-নারীর সেই আকাংখা পূরণে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। ১. অরাজনৈতিক, ২. মানহাজুল ওয়াসাতিয়্যাহ তথা ভারসাম্যপূর্ণ নীতি এবং ৩. স্বল্প খরচে সর্বোত্তম সেবা। প্রতিষ্ঠার পরপরই AQAS চট্টগ্রামের জন সাধারণের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এখানে একদল কর্মী আছেন যারা নিরলসভাবে ইখলাসের সাথে দ্বীনি খেদমত আঞ্জাম দেয়ার জন্য রাত দিন খাটছেন। এই প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে যারা আছেন তারা প্রত্যেকে খ্যাতনামা শিক্ষাবীদ। মহান আল্লাহর দরবারে এই প্রতিষ্ঠানের কবুলিয়াত কামনা করছি।
Academy of Quran and Arabic Studies (AQAS) established on January of 2020 and started academic activities with six female students on 06th February of 2020 at it's temporary campus at Katalgonj Residential Area, Panchlish, Chattagram.
We are committed to provide specialized Quranic education for all segments of the community while ensuring affordability and time flexibility.
Academy of Quran and Arabic Studies (AQAS) established on January of 2020 and started academic activities with six female students on 06th February of 2020 at it's temporary campus at Katalgonj Residential Area, Panchlish, Chattagram. The main reason of founding this academy is teaching Quran, Arabic Language and Fundamental Knowledge of Islam among general people of Bangladesh who did not get any chance to get knowledge from any Islamic institute formally. Basically we want to make a generation who will be well educated in Islamic Fundamental thoughts, Quranic & Arabic Knowledge and bear prophetic character in every branches of life. It was an urgent need of Bangladeshi people to establish an institute like this for learning Islamic knowledge frequently without a barrier of age, gender or race. This institute promised from its first day to serve students with full professional information about Islam, providing high qualified teachers, very nice environment with low cost. Alhamdulillah, AQAS attracted the general Muslim people very quickly and embraced the love of them. We call all general people specially who are staying in Chattagram to visit this institute and see our activities, program and give us your valuable advice.